Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুলাই ২০২৩

পঞ্চগড় চা নিলাম কেন্দ্রের অনলাইন সিস্টেমের ডেমো প্রদর্শন


প্রকাশন তারিখ : 2023-07-19

প্রেস বিজ্ঞপ্তি

পঞ্চগড় চা নিলাম কেন্দ্রের অনলাইন সিস্টেমের ডেমো প্রদর্শন

চট্টগ্রাম, ১৯.০৭.২০২৩খ্রি.: “পঞ্চগড় নিলাম কেন্দ্রের জন্য ব্যবসায়ীবান্ধব, আধুনিক ও স্মার্ট অনলাইন টি অকশন সিস্টেম তৈরি করতে হবে”। পঞ্চগড় চা নিলাম কেন্দ্রের ‘অনলাইন টি অকশন সিস্টেম’ সফটওয়্যারের ডেমো প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত এক সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি এ কথা বলেন। 

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চায়ের ব্রোকার, বাগান মালিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে আজ বুধবার (১৯.০৭.২০২৩খ্রি.) সকাল ১১.০০ টায় চা বোর্ডের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

চা বোর্ডের চেয়ারম্যান বলেন, “পঞ্চগড়ে প্রথম থেকেই অনলাইনে নিলাম কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এসোসিয়েশন, ব্রোকার ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।”

সভায় অনলাইনে চা নিলাম কার্যক্রম সম্পাদনের বিভিন্ন প্রক্রিয়া, কারিগরি দিক এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ডেমো সফটওয়্যারটি আরও ব্যবহার উপযোগী করার বিষয়ে সভার সদস্যগণ মতামত প্রদান করেন এবং সে অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংস্কার করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, সচিব মোছা: সুমনী আক্তার, উপপরিচালক (ভা.) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবীব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি আমিরুল হক খোকন, টিটিএবি এর অনলাইন টি অকশন সিস্টেম সংক্রান্ত উপকমিটির সদস্যবৃন্দ এবং পঞ্চগড়ের বিভিন্ন ব্রোকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।